![]() |
Munsiyari
|
নামঃ মুন্সিয়ারি
অবস্থানঃ পিথরাগড়
জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত।
স্থানটি কেমনঃ শৈল শহর।
মুখ্য আকর্ষনঃ
পঞ্চচুল্লি শৃঙ্গমালা, বাগিচা।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম ২৮১ কি.মি।
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর
এয়ারপোট, উধম সিং
নগর।
মুন্সিয়ারিকে
কুমায়ুন পাহড়ের রানি বললে অত্যুক্তি হবে না। মুন্সিয়ারির প্রধান আকর্ষণ পঞ্চচুল্লি
শৃঙ্গমালা। এই পাহাড়ি জনপদের উচ্চতা ২,২০০ মিটার।
কুমায়ুনের একাধিক জনপ্রিয় ট্রেকিং পথের শুরুও হয়েছে এখান থেকে। মুন্সিয়ারি মাঝারি
মাপের গঞ্জ। পাহাড়ের ঢালে পাইন, দেওদারের সবুজ সৌন্দর্য দেখে চোখ
জুড়িয়ে যায়। এখান থেকে চীন সীমান্ত খুব একটা দূরে নয়। মুন্সিয়ারিতে দিন দুয়েক
থাকতে হবে।
কিভাবে যাবেনঃ
কোলকাতা থেকে সরাসরি ট্রেনে কাঠগদাম পৌঁছে
গাড়িতে মুন্সিয়ারি। কাঠগদামে আসা ও যাওয়ার ট্রেনে
টাইম জানতে এখানে ক্লিককরুন।
কোথায় থাকবেনঃ
বিরথি
ঝরনার সামনে থাকার জন্য রয়েছে কুমায়ুন মণ্ডল বিকাল নিগমের ট্যুরিস্ট লজ
(০৯৪১০৯-১৩১৬৩), ভাড়া ৫০০-৮০০ টাকা। মুন্সিয়ারিতে হোটেল বুকিং এর
জন্য এখানে ক্লিক করুন।
কী দেখবেনঃ
- এখানকার মুখ্য আকর্ষণ শৃঙ্গদর্শন।
- মুন্সিয়ারি মাঝারি মাপের গঞ্জ। পাহাড়ের ঢালে পাইন, দেওদারের সবুজ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। গ্রামছোঁয়া পাহাড়ের গায়ে চাষও হচ্ছে ধাপ কেটে।
- কালামুনি পাসে রয়েছে (১০ কিলোমিটার) নাঙ্গাবাবার কালীমন্দির।
- পঞ্চচুল্লির বুকে সূর্যাস্তের রংবদলের দৃশ্য দেখার মতো।
- শহরের মধ্যে রয়েছে ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা।
- ২ কিলোমিটার দূরে রয়েছে নন্দাদেবীর মন্দির ও হিমালয় দর্শনের ভিউ পয়েন্ট।
- ১২ কিলোমিটার দূরে দেখবেন আদিবাসী গ্রাম দারকোট।
- গৌরীগঙ্গা নদী লাগোয়া উষ্ণ প্রস্রবণটি ২২ কিলোমিটার দূরে।
- গাইড নিয়ে চলুন থামরিকুণ্ড জলাশয়, খালিয়াটপ বুগিয়াল ও মেহসার কুণ্ড। এই তিনটি জায়গায় পৌঁছতে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে। শীতকালে এইসব পথ বরফে ঢাকা থাকে।
- এই পাহাড়ি জনপদের উচ্চতা ২,২০০ মিটার। কুমায়ুনের একাধিক জনপ্রিয় ট্রেকিং পথের শুরুও হয়েছে এখান থেকে। এখান থেকে চীন সীমান্ত খুব একটা দূরে নয়।
মুন্সিয়ারিতে ভাল ভাবে ঘুরতে দিন দুয়েক থাকতে হবে।
Kathgodam to Chukari Map
No comments:
Post a Comment