If your system is not configured properly for Bangla characters, you are unable to read Bangla characters in your browser. In following few steps, we provide some guidelines for removing this type of problems.
চৌকরি ভ্রমণ গাইড
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত।
স্থানটি কেমনঃ শৈল শহর।
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়।
কৌশানি ভ্রমণ গাইড
রানিখেত ভ্রমণ গাইড
নৈনিতাল ভ্রমন গাইড
স্থানটি কেমনঃ হ্রদের
উপত্যকা।
মুখ্য আকর্ষনঃ হ্রদ,
পাহাড়, মন্দির।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ Kathgodam 24 কি.মি.
জিম করবেট জাতীয় উদ্যান ভ্রমণ গাইড
স্থানটি কেমনঃ বনভূমি
মুখ্য আকর্ষনঃ বাঘ, হাতিসহ ৫০ প্রজাতির স্তন্যপায়ি, ৫৮০ প্রজাতির পাখি এবং ২৫
প্রজাতির সরীসৃপ।
গুরুত্বপূর্ণ রোড দূরত্বঃ দিল্লি - 260 কি.মি, লখনউ - 145 কি.মি, Nanital - 66 কি.মি, Ranikhet - 112 কি.মি।
দিল্লি ভ্রমন গাইড
![]() |
Lotus Temple |
যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি অঞ্চলে জনবসতির
উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে। দিল্লি সুলতানির উত্থানের সঙ্গে সঙ্গে দিল্লি
উত্তর-পশ্চিম ভারত ও গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যস্থলে অবস্থিত এক গুরুত্বপূর্ণ
রাজনৈতিক, সাংস্কৃতিক
ও বাণিজ্যিক নগররূপে বিকশিত হয়ে ওঠে। দিল্লি অঞ্চলে একাধিক প্রাচীন ও মধ্যযুগীয়
সৌধ, প্রত্নস্থল
ও প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের দেখা মেলে। ১৬৩৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট
শাহজাহান শাহজাহানাবাদ নামে দিল্লিতে একটি দূর্গনগরী স্থাপন করেন। এই শহর ১৬৪৯ খ্রিস্টাব্দ
থেকে ১৮৫৭ খ্রিস্টাব্দ অবধি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী।
মথুরা-বৃন্দাবন ভ্রমন গাইড

আগ্রা ভ্রমন গাইড
![]() |
Tajmahal |
কিংবদন্তি
মতে শ্রীকৃষ্ণের কৈশোরের লীলক্ষেত্র বারোটি বনের অন্যতম 'অগ্রবন' (মতান্তরে
অগ্রকোট) আজ হয়েছে আগ্রা। পুরাকালের বৈষ্ণবতীর্থ বর্তমানে প্রাসাদ ও মসজিদনগরী তথা
এদেশের ইতিহাস সমৃদ্ধ বিখ্যাত শহরগুলির অন্যতম। মুঘল সম্রাট আকবর ১৫৬৬ সালে বর্তমান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। অল্পদিনেই এটি সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি কেন্দ্রে পরিণত হয়। ১৬৪৮ সাল
পর্যন্ত এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। ঐ বছর সম্রাট আওরঙ্গজেব রাজধানী
দিল্লীতে সরিয়ে নেন। ১৮০৩ সালে আগ্রা ব্রিটিশদের পদানত হয়। ১৮২৫ সাল থেকে এটি একটি প্রাদেশিক রাজধানী ও প্রশাসনিক
কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।
লখনউ ভ্রমন গাইড
![]() |
Lucknow |
লখনউ নামকরণ নিয়ে
দু'ধরনের মতবাদ
আছে। কিংবদন্তি শ্রীরামের ভাই
লক্ষ্মণের রাজধানীর নাম
ছিল লক্ষ্মণপুরা বা
লক্ষ্মাণাব্রত। আর সেই
থেকেই এসেছে লখনউ শব্দটা। গোমতী
নদীর তীরে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-এ প্রবেশ করলেই
নবাবি আমেজ মনকে
গ্রাস করে। লখনউ-এ গুগল
ম্যাপ দেখতে click here.
এলাহাবাদ ভ্রমন গাইড
![]() |
Anand Bhawan |
এলাহাবাদ বা প্রয়গ ভারতের প্রাচীনতম তথা প্রবিত্রতম শহর। উত্তর ভারতের প্রাণদায়ী দুটি প্রধান নদী গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে সরস্বতী (যা বর্তমানে অদৃশ্য) মিশেছে। তিন নদীর সঙ্গমস্থলে অর্থাৎ ত্রিবেণীকে ঘিরে প্রতি বছর মাঘমাসে বসে মকরসংক্রান্তি মেলা। ছয় বছর অন্তর অর্ধকুম্ভ আর বারো বছর অন্তর বসে পূর্ণকুম্ভ মেলা। পিতামহ ব্রহ্মা
'প্রকৃস্ট যজ্ঞ'
করে এই স্থানের নাম রাখেন 'তীর্থরাজ'। আকবর ১৫৭৫ সালে প্রয়াগে এসে পত্তন করেন
'ইলাহাবাস' নামে নতুন নগর। এরপর ১৫৮৩ সালে সুবিশাল দুর্গ নির্মিত হল। আর ব্রিটিশ শাসনের সময় উত্তর-পশ্চিম প্রদেশের সদর দপ্তর আগ্রা থেকে সরিয়ে এলাহাবাদে আনার পর থেকে আধুনিক শহর হিসাবে এর গুরুত্ব বারে। এলাহাবাদ-এ গুগল ম্যাপ দেখতে click here.
Subscribe to:
Posts (Atom)