চৌকরি ভ্রমণ গাইড

Chaukori
নামঃ চৌকরি
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ শৈল শহর
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ  কাঠগদাম ২০৩ কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর জিলার পান্টনাগর শহরে পান্টনাগর এয়ারপোট




চৌকরি হল পিথরাগড় জেলার একটি ক্ষুদ্র শৈল শহর।  এর উচ্চতা ২০১০ মিটার। চৌকরিকে স্থানিয়রা চকোরি বলেন। চৌকরি এত সুন্দর শহর যেন এক টুকরো স্বপ্নের দেশ। একদিকে ওক, পাইন, আর রডোড্রেনড্রনের জঙ্গল। অন্যদিকে বিস্তীর্ন চা বাগীচার পেছনে দুধসাদা হিমালয়ের সুউচ্চ প্রাচীর। এখানকার নিরালা প্রকৃতি এবং সূর্যোদয় ও সূর্যাস্তের মায়াবি রংবদল আপনাকে মুগ্ধ করবে। 


Panoramic view of the Himalayas, from Chaukori

কিভাবে যাবেনঃ
কোলকাতা থেকে সরাসরি ট্রেনে কাঠগদাম পৌঁছে গাড়িতে চৌকরি কাঠগদামে আসা ও যাওয়ার ট্রেনে টাইম জানতে এখানে ক্লিক করুন। 

কোথায় থাকবেনঃ
চৌকরিতে হোটেল সংখ্যা সীমিত। কোলকাতা থেকে বুকিং করে আসাই ভাল চৌকরিতে হোটেল বুকিং এর জন্য এখানে ক্লিক করুন

কী দেখবেনঃ
প্রথম দিন
  1. চৌকরি থেকে হিমালয় দর্শনঃ চৌকরি হিমালয় দর্শনের সেরা মাউন্টেন গ্যলারি কারন নন্দাদেবী, নন্দাঘুন্টি, চৌখাম্বা, ত্রিশূল, পঞ্চচুল্লিসহ ৩০০ কিমি ব্যাপ্ত তুষারশৃঙ্গের সারিবদ্ধ রুপ, কুমায়ুনের আর কোনও হিল ষ্টেশন থেকে দেখা যায় না।
  2. মাস্ক ডিয়ার রিসার্চ সেন্টারঃ ২২৭৫ মিটার উচ্চতায় মাস্ক ডিয়ার রিসার্চ সেন্টারে দেখবেন ২০টির আধিক কস্তুরীমৃগের জীবনচযা।
  3. সরলা বেনের (গান্ধীজির প্রিয় শিষ্যা) আশ্রম। 


দ্বতীয় দিন
  1. পাতাল ভুবনেশ্বরঃ ৩৮ কিমি।
  2. বেরিনাগের টি গার্ডনঃ ১০ কিমি।


Kathgodam to Chukari Map


1 comment:

  1. ধন্যবাদ। খুব ভালো ভাবেই উপস্থাপন করা হয়েছে।
    # Tour Operator in Bangladesh

    ReplyDelete