বিনসর ভ্রমণ গাইড

Binsar, a view of Kumaun Himalayas
নামঃ বিনসর। 
অবস্থানঃ উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ অভয়ারণ্য
মুখ্য আকর্ষনঃ নিরালায় অবকাশ যাপন ও হিমালয়ের সান্নিধ্য অনুভব করা।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম  ১১৭কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর 

পাতাল ভুবনেশ্বর ভ্রমণের গল্প

-১-
স্কন্দপুরাণের মানসখণ্ডে আছে, যে পাতালমণ্ডলে মানুষ দর্শন করতে আসবেন না যতদিন না বল্কল নামে একজন ভগবান মহাদেবকে লোকসমক্ষে নিয়ে আসবেন। বল্কল দেবাদিদেবের আরাধনা করার পরই এই গুহা সমস্ত মানুষের কাছে প্রবেশযোগ্য হবে। আমরা জানি না যে বল্কল নামে কোনও ব্যক্তি পাতাল ভুবনেশ্বরের এই গুহায় প্রথম প্রবেশ করে মহাদেবের আরাধনা করছিলেন কি না। আবার স্কন্দপুরাণের মানসখণ্ডেই বলা হয়েছে যে অযোধ্যার রাজা ঋতুপর্ণ নাকি প্রথম এই গুহায় প্রবেশ করেন। আমরা জানি যে পুরাণ আর ইতিহাস এমন ভাবে তালগোল পাকিয়ে আছে যে সত্য কি, ঠিক মত বলা খুবই কঠিন।

পাতাল ভুবনেশ্বর ভ্রমণ গাইড

Patal Bhubaneswar
নামঃ পাতাল ভুবনেশ্বর।
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ পাহাড়ি গ্রাম।  
মুখ্য আকর্ষনঃ গুহা মন্দির
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম ১৯৪ কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর।  

বাংলা না এলে

If your system is not configured properly for Bangla characters, you are unable to read Bangla characters in your browser. In following few steps, we provide some guidelines for removing this type of problems.

মুন্সিয়ারি ভ্রমণ গাইড

Munsiyari
নামঃ মুন্সিয়ারি
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ শৈল শহর
মুখ্য আকর্ষনঃ পঞ্চচুল্লি শৃঙ্গমালা, বাগিচা
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম ২৮১ কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর।  

চৌকরি ভ্রমণ গাইড

Chaukori
নামঃ চৌকরি
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ শৈল শহর
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ  কাঠগদাম ২০৩ কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর জিলার পান্টনাগর শহরে পান্টনাগর এয়ারপোট



কৌশানি ভ্রমণ গাইড

Trisul, Nanda Devi and Himalayan range
from Kausani

নামঃ কৌশানি
অবস্থানঃ বাগেস্বর জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ শৈল শহর
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়, মন্দির
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ  কাঠগদাম ১৩৫ কি.মি।
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর জিলার পান্টনাগর শহরে পান্টনাগর এয়ারপোট



রানিখেত ভ্রমণ গাইড

Ranikhet

স্থানের নামঃ রানিখেত
অবস্থানঃ আলমোরা জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ শৈল ও সেনানিবাস শহর
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়, মন্দির
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ Kathgodam ৬৮ কি.মি.  
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর জিলার Pantnagar শহরে Pantnagar Airport



Navadvipa Parikrama 2014

Navadvipa Parikrama 2014
We are happy to invite devotees from all over the world to come and experience the Silver Jubilee celebration of Navadvipa Mandala Parikrama organized by ISKCON Mayapur. This unique event will take place from 5th to 11th March 2014.




Puri Parikrama 2014

Puri Parikrama 2014
WELCOME
TO
Sri Ksetra Puri Parikrama
8th to 11th November 2014
A Four-day Spiritual Tour
ISKCON
His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada


Vrindavan Parikrama 2014

Vrindavan Parikrama 2014
On behalf of ISKCON Vraja Manadala Parikrama (VMP), we would like to invite all the devotees to participate in 28th VMP 2014.

Please find below the schedule of ISKCON Vraja Manadala Parikrama 2014

ISKCON Vraja Manadala Parikrama 2014 Schedule :


নৈনিতাল ভ্রমন গাইড

স্থানের নামঃ  নৈনিতাল
স্থানটি কেমনঃ হ্রদের উপত্যকা
স্থানটির অবস্থানঃ নৈনিতাল জেলা, উত্তরা খন্ড রাজ্যভারত 
মুখ্য আকর্ষনঃ হ্রদ, পাহাড়, মন্দির
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ Kathgodam 24 কি.মি.  
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর জিলার Pantnagar শহরে Pantnagar Airport


জিম করবেট জাতীয় উদ্যান ভ্রমণ গাইড


স্থানের নামঃ  জিম করবেট টাইগার রিজাভ
স্থানটি কেমনঃ বনভূমি
স্থানটির অবস্থানঃ নৈনিতাল জেলা, উত্তরা খন্ড রাজ্যভারত
মুখ্য আকর্ষনঃ বাঘ, হাতিসহ ৫০ প্রজাতির স্তন্যপায়ি, ৫৮০ প্রজাতির পাখি এবং ২৫ প্রজাতির সরীসৃপ।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ রামনগর, দিল্লি থেকে ২৩৯ কি.মি.  
নিকটবর্তী বিমানবন্দরঃ 50 কিমি দূরে উধম সিং নগর জিলার Pantnagar শহরে। 
গুরুত্বপূর্ণ রোড দূরত্বঃ দিল্লি - 260 কি.মি, লখনউ - 145 কি.মি, Nanital - 66 কি.মি, Ranikhet - 112 কি.মি। 

দিল্লি ভ্রমন গাইড

Lotus Temple
মুনা নদীর তীরে অবস্থিত দিল্লি অঞ্চলে জনবসতির উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে। দিল্লি সুলতানির উত্থানের সঙ্গে সঙ্গে দিল্লি উত্তর-পশ্চিম ভারত ও গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যস্থলে অবস্থিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক নগররূপে বিকশিত হয়ে ওঠে। দিল্লি অঞ্চলে একাধিক প্রাচীন ও মধ্যযুগীয় সৌধ, প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের দেখা মেলে। ১৬৩৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদ নামে দিল্লিতে একটি দূর্গনগরী স্থাপন করেন। এই শহর ১৬৪৯ খ্রিস্টাব্দ থেকে ১৮৫৭ খ্রিস্টাব্দ অবধি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী।

মথুরা-বৃন্দাবন ভ্রমন গাইড

শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। বেদে মথুরার কথা না থাকলেও রামায়ণ-মহাভারত ও পৌরাণিক যুগে যথেষট প্রসিদ্ধি পেয়েছে। মউজপুর, মধুপুরী, মধুবন, মধুরা, মদুরা-যুগে যুগে নাম বদলে হয়েছে মথুরা। বৌদ্ধদের কাছেও মথুরা একটি বিশিষ্ট জনপদ। এখনেই রাজকুমার উপগুপ্ত বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীকালে সম্রাট অশোককে মথুরাতেই বৌদ্ধধর্মে দীক্ষা দেন। মথুরা - এ গুগল ম্যাপ দেখতে click here.


আগ্রা ভ্রমন গাইড

Tajmahal
কিংবদন্তি মতে শ্রীকৃষ্ণের কৈশোরের লীলক্ষেত্র বারোটি বনের অন্যতম 'অগ্রবন' (মতান্তরে অগ্রকোট) আজ হয়েছে আগ্রাপুরাকালের বৈষ্ণবতীর্থ বর্তমানে প্রাসাদ ও মসজিদনগরী তথা এদেশের ইতিহাস সমৃদ্ধ বিখ্যাত শহরগুলির অন্যতম। মুঘল সম্রাট আকবর ১৫৬৬ সালে বর্তমান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। অল্পদিনেই এটি সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি কেন্দ্রে পরিণত হয়। ১৬৪৮ সাল পর্যন্ত এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। ঐ বছর সম্রাট আওরঙ্গজেব রাজধানী দিল্লীতে সরিয়ে নেন। ১৮০৩ সালে আগ্রা ব্রিটিশদের পদানত হয়। ১৮২৫ সাল থেকে এটি একটি প্রাদেশিক রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।

লখনউ ভ্রমন গাইড

Lucknow
খনউ নামকরণ নিয়ে দু'ধরনের মতবাদ আছে। কিংবদন্তি শ্রীরামের ভাই লক্ষ্মণের রাজধানীর নাম ছিল লক্ষ্মণপুরা বা লক্ষ্মাণাব্রত। আর সেই থেকেই এসেছে লখনউ শব্দটা। গোমতী নদীর তীরে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ- প্রবেশ করলেই নবাবি আমেজ মনকে গ্রাস করে। লখনউ- গুগল ম্যাপ দেখতে click here.  

এলাহাবাদ ভ্রমন গাইড

Anand Bhawan
লাহাবাদ বা প্রয়গ ভারতের প্রাচীনতম তথা প্রবিত্রতম শহর। উত্তর ভারতের প্রাণদায়ী দুটি প্রধান নদী গঙ্গা যমুনার সঙ্গমস্থলে সরস্বতী (যা বর্তমানে অদৃশ্যমিশেছে। তিন নদীর সঙ্গমস্থলে অর্থাৎ ত্রিবেণীকে ঘিরে প্রতি বছর মাঘমাসে বসে মকরসংক্রান্তি মেলা। ছয় বছর অন্তর অর্ধকুম্ভ  আর বারো বছর অন্তর বসে পূর্ণকুম্ভ মেলা। পিতামহ ব্রহ্মা 'প্রকৃস্ট যজ্ঞ' করে এই স্থানের নাম রাখেন 'তীর্থরাজ' আকবর ১৫৭৫ সালে প্রয়াগে এসে পত্তন করেন 'ইলাহাবাস' নামে নতুন নগর। এরপর ১৫৮৩ সালে সুবিশাল দুর্গ নির্মিত হল। আর ব্রিটিশ শাসনের সময় উত্তর-পশ্চিম প্রদেশের সদর দপ্তর আগ্রা থেকে সরিয়ে এলাহাবাদে আনার পর থেকে আধুনিক শহর হিসাবে এর গুরুত্ব বারে। এলাহাবাদ- গুগল ম্যাপ দেখতে click here.