বিনসর ভ্রমণ গাইড

Binsar, a view of Kumaun Himalayas
নামঃ বিনসর। 
অবস্থানঃ উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ অভয়ারণ্য
মুখ্য আকর্ষনঃ নিরালায় অবকাশ যাপন ও হিমালয়ের সান্নিধ্য অনুভব করা।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম  ১১৭কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর 

পাতাল ভুবনেশ্বর ভ্রমণের গল্প

-১-
স্কন্দপুরাণের মানসখণ্ডে আছে, যে পাতালমণ্ডলে মানুষ দর্শন করতে আসবেন না যতদিন না বল্কল নামে একজন ভগবান মহাদেবকে লোকসমক্ষে নিয়ে আসবেন। বল্কল দেবাদিদেবের আরাধনা করার পরই এই গুহা সমস্ত মানুষের কাছে প্রবেশযোগ্য হবে। আমরা জানি না যে বল্কল নামে কোনও ব্যক্তি পাতাল ভুবনেশ্বরের এই গুহায় প্রথম প্রবেশ করে মহাদেবের আরাধনা করছিলেন কি না। আবার স্কন্দপুরাণের মানসখণ্ডেই বলা হয়েছে যে অযোধ্যার রাজা ঋতুপর্ণ নাকি প্রথম এই গুহায় প্রবেশ করেন। আমরা জানি যে পুরাণ আর ইতিহাস এমন ভাবে তালগোল পাকিয়ে আছে যে সত্য কি, ঠিক মত বলা খুবই কঠিন।

পাতাল ভুবনেশ্বর ভ্রমণ গাইড

Patal Bhubaneswar
নামঃ পাতাল ভুবনেশ্বর।
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ পাহাড়ি গ্রাম।  
মুখ্য আকর্ষনঃ গুহা মন্দির
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম ১৯৪ কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর।